দাম বাড়ার শীর্ষে বেক্সিমকো

প্রকাশ | ০৩ জানুয়ারি ২০২১, ১৭:১৬

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রবিবার দাম বাড়ার শীর্ষে রয়েছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির দর ৫ টাকা ৭০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে তালিকার শীর্ষে রয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সুত্রমতে, রবিবার কোম্পানিটি সর্বশেষ ৬২ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি মাত্র ৬ হাজার ৩৩ বারে ১ কোটি ৭৮ লাখ ১৩  হাজার ৪৬৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১১১ কোটি ৩৪ লাখ টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৬০ পয়সা বা ১০ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৬ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।  কোম্পানিটি ৩৫৭  বারে ১৬ লাখ ৩১ হাজার  ৫১০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৬ লাখ  টাকা।

গেইনারের তৃতীয় স্থানে রয়েছে ইসলামিক ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। আজ কোম্পানিটির দর ১ টাকা ৯০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২০ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সাইফ পাওয়ারটেক, বাংলাদেশ সাবমেরিন কেবল, বেক্সিমকো ফার্মা, আইডিএলসি ফিন্যান্স, সেন্ট্রাল ফার্মা, ক্রিস্টাল ইন্স্যুরেন্স ও লংকাবাংলা ফিন্যান্স লিমিটেড।

(ঢাকাটাইমস/৩জানুয়ারি/এসকেএস)