তাড়াশে আগুনে পুড়ল কৃষকের দুই ঘর

তাড়াশ (সিরাজগঞ্জ)প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ জানুয়ারি ২০২১, ১৭:৩৩

সিরাজগঞ্জের তাড়াশে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডে ছলিম উদ্দিন নামে এক কৃষকে দুটি ঘর, আসবাবপত্র ও গবাদিপশু পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে স্থানীয়রা প্রায় এক ঘণ্টার চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন।

রবিবার বিকালে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর নদীপাড়া গ্রামের খলিল উদ্দিনের ছেলে কৃষক ছলিম উদ্দিনের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম আতিকুল ইসলাম বুলবুল জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে কৃষক ছলিম উদ্দিনের দুটি টিনের ঘর, ২টি গরু, আসবাবপত্র, ধান, চালসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে।

তাড়াশ ফায়ার স্টেশন ও সিভিল ডিফেন্সের সাব-অফিসার রেজাউল করিম বলেন, খবর পেয়ে আমরা খুব দ্রুত আসার চেষ্টা করি। কিন্ত অনেক পথ ঘুরে আসতে তাই আমরা পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিভে ফেলে। যদি তাড়াশ-নাদোসৈয়দপুর সড়কে সেতুটা নির্মাণ হতো তাহলে অল্প সময়ের এলাকায় পৌঁছানো সম্ভব। আনুমানিক প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে ওই কৃষকের।

(ঢাকাটাইমস/৩জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :