কবিতা: বাল্য স্মৃতি

ড. নেয়ামত উল্যা ভূঁইয়া
 | প্রকাশিত : ০৪ জানুয়ারি ২০২১, ০৯:৩৫

বাল্যে যখন ধূলো-বালি নিয়ে

চলতো খেলা,

খেলার সাথিও মনের মতোন

জুটতো মেলা।

অনেকের মাঝে শবনমও ছিল

খেলার সাথী,

প্রিয় খেলা ছিল আমের ছায়ায়

চড়ুইভাতি।

এক হাঁড়ি দিয়ে অতো তরকারি

যায় না রাঁধা,

দুটো হাঁড়ি চেয়ে শবনম সখি

জুড়তো কাঁদা।

প্রবোধ দিতেম; বৈশাখ এলে

মেলার দিনে,

দুটো রাঙা হাঁড়ি ঠিক ঠিকই দেখো

আনবো কিনে।

বৈশাখি মেলা জমলো যখন

গোমতি কূলে,

নাগর দোলায় দুলেছি দুজন

বটের মূলে।

দেখেছি মেলায় বাঁশের বাঁশি

রেশমি চুড়ি,

লাটিম-লাটাই, মাটির হাঁড়ি

রঙিন ঘুড়ি।

কিনতে পারিনি মেলায় কিছুই;

পকেট ফাঁকা,

হয়নি পূরণ সখির বায়না,

আদর মাখা।

এখন হয়েছে টাকা কড়ি আর

হাঁড়িও তো নেই কম,

নেই শুধু সেই শৈশব কাল;

কাছে নেই শবনম।

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :