পেটের মেদ দূর করবে যে পানীয়

ফিচার ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ জানুয়ারি ২০২১, ২০:২৪

পেটে মেদ জমে ভুল খাদ্যাভাসে। আর মেদের পরিধি যাই হোক না কেন এটা ভীষণ দৃষ্টিকটু। এই মেদ সৌন্দর্যহানি ঘটায় একই সঙ্গে ঝুঁকি বাড়ায় হাইপার টেনশন, টাইপ-২ ডায়াবেটিস, হৃদরোগ, স্মৃতিবিভ্রাট, স্তন ক্যানসার ও কোলোন ক্যানসারের মতো জটিল রোগের। তাই দূর করতে হবে পেটের বাড়তি মেদ। সহজ একটি খাদ্যাভাসেই ঝরবে বাড়তি মেদ। দৃষ্টিনন্দন পেট পেতে জেনে নিন সেই সহজ খাদ্যাভাস সম্পর্কে।

উপকরণ: পানি এক কাপের চার ভাগের তিন ভাগ, লেবুর রস অর্ধেকটা, আদাগুঁড়ো এক টেবিল চামচ, শসা একটা, পার্সলে পাতা এক গুচ্ছ।

বানানোর পদ্ধতি: প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে সব উপকরণ ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে পান করুন। এই পানীয় শরীর ডিটোক্সিফাইস করবে। লেবু, শসা ও আদা শরীর থেকে সব টক্সিন বের করে দেবে। পার্সলে পাতার রস কিডনি ও লিভার ডিটোক্সিফাইস করবে। হজমে সহায়তা করে শরীর সতেজ রাখবে।

সপ্তাহখানেক পরই জাদুকরী এই পানীয় এর ফল দেখতে পাবেন।

(ঢাকাটাইমস/০৬জানুয়ারি/টিএটি)

সংবাদটি শেয়ার করুন

ফিচার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :