সিরামিক ব্যবসায় বিনিয়োগ করবে এসএস স্টিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ জানুয়ারি ২০২১, ১৩:৪০

সিরামিক ব্যবসায় প্রায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে পুঁজিবাজারে প্রকৌশল খাতের তালিকাভুক্ত এসএস স্টিল। সে লক্ষ্যে কোম্পানিটি দেশের সিরামিক খাতের কোম্পানি সাউথইস্ট ইউনিয়ন সিরামিক ইন্ডাস্ট্রিজের প্রায় ৭৫ শতাংশ শেয়ার অধিগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত বুধবার কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে সাধারণ বিনিয়োগকারীদের অনুমোদনের জন্য বিশেষ সাধারণ সভা (ইজিএম) করবে এসএস স্টিল। ইজিএমের তারিখ ও স্থান পরে জানানো হবে।

সূত্র মতে, সাউথইস্ট ইউনিয়ন সিরামিক ইন্ডাস্ট্রিজ একটি চায়না-বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি। এটির ফ্যাক্টরি খুলনার বাগেরহাটে। কোম্পানিটির বর্তমান উৎপাদন ক্ষমতা বছরে ৯ কোটি ৬০ লাখ স্কয়ার ফিট।

ঢাকাটাইমস/৭জানুয়ারি/এসকেএস/এমআর

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :