পদোন্নতি পেলেন ৩৭৮ চিকিৎসক

প্রকাশ | ০৭ জানুয়ারি ২০২১, ১৭:২৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে ৩৭৮ চিকিৎসককে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. আবু রায়হান মিঞা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্য সেবা বিভাগের আওতাধীন ৩৭৮ জন চিকিৎসক মেডিকেল অফিসারকে চারটি পদের বিপরীতে জুনিয়র কনসালটেন্ট (৬ষ্ঠ গ্রেডে) পদে পদোন্নতি দেয়া হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকবৃন্দ তাঁদের যোগদানপত্র email: [email protected]তে পাঠানো হবে।

উল্লেখ্য, করোনা মহামারীকালীন গত ৩ মাসে এক হাজার ৩২৮ জন মেডিকেল অফিসারকে জুনিয়র কনসালটেন্ট পদে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

ঢাকাটাইমস/৭জানুয়ারি/এএ/এমআর