শীতার্তের পাশে ছাত্রলীগের জ্যোতি সরকার

প্রকাশ | ০৭ জানুয়ারি ২০২১, ২০:২২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

সময়ের রাজনীতিতে হাওয়া বদল হয়েছে, দলীয় পদ পদবীর জন্য কেউ কেউ কেন্দ্রে দৌড় ঝাপ করছেন, তখন এক ছাত্রলীগকর্মী নিভৃতে কাজ করে যাচ্ছেন পাড়া-গাঁয়ে। সাধ্যমতো শীতার্ত মানুষের জন্য উষ্ণতার উপহার নিয়ে হাজির হয়েছেন অসহায়দের কাছে। মুজিবশতবর্ষে ছাত্রলীগের ৭৩তম জন্মদিন উপলক্ষে সংগঠনটির সাবেক নেত্রী জ্যোতি সরকার এই মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন।

ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত সোমবার থেকে তিনি ঘুরে ঘুরে বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করছেন। এ সময় সবার খোঁজ খবর নেন ও সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করেন।

জ্যোতি ঢাকাটাইমসকে বলেন, ছাত্রলীগ সবসময় দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনার অপেক্ষায় থাকে। প্রাণের সংগঠন ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রলীগের একমাত্র অভিভাবক দেশরত্ন শেখ হাসিনা বলেছেন, ছাত্রলীগ যেনো তার সাধ্যমতো মানুষের পাশে দাঁড়ায়। তারই ধারাবাহিকতায় নেত্রীর নির্দেশ মোতাবেক ছাত্রলীগের সাবেক কর্মী হিসেবে আমি আমার জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি।’

তিনি বলেন, ‘ছাত্রলীগের একজন সাবেক কর্মী হিসেবে আমি গর্বিত। দায়িত্বশীল নেতাকর্মীরা যদি এভাবে তাদের সাধ্যমতো আর্তমানবতার সেবায় এগিয়ে আসেন, তাহলে খুব শিগগিরই শতভাগ ক্ষুধা ও দারিদ্র মুক্ত বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব হবে।’   

(ঢাকাটাইমস/৭জানুয়ারি/এসআর/কেএম)