ধামইরহাটে চিরকুট লিখে ৭ বৈদ্যুতিক মিটার চুরি

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৮ জানুয়ারি ২০২১, ১৭:০৪ | প্রকাশিত : ০৮ জানুয়ারি ২০২১, ১৬:৫৭

নওগাঁর ধামইরহাট সদর এলাকায় রাতের আঁধারে স্থানীয় সাংসদ শহীদুজ্জামান সরকারের চালকলসহ পাঁচটি চালকল ও দুইটি ওয়ার্কশপের বৈদ্যুতিক মিটার চুরির ঘটনা ঘটেছে। প্রতিটি মিটারের ভাঙা জায়গায় চিরকুটে একটি ফোন নম্বর লিখে রেখে চলে যায় ওই চোর চক্র।

গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার ধামইরহাট বাজারের সদর এলাকায় ঘটে যাওয়া এ ঘটনায় জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে। এদিকে, ওই নম্বরে কল করলে মিটার প্রতি ১০ হাজার টাকা পাঠালে মিটার ফেরত দিতে চান চোর চক্র।

এ বিষয়ে ধামইরহাট হৈমন্তী ওয়ার্কশপের মালিক শ্রী হরেন বাবু জানান, পুর্ববাজার এলাকায় তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে গভীর রাতে বৈদ্যুতিক মিটার চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। নিচে সিগারেটের প্যাকেটের কাগজে চিরকুটে ০১৭০১৫৬০৮২৫ মোবাইল নম্বরটি লিখে রেখে যায়। সকালে মিটার চুরি হয়ে যাওয়া স্থান থেকে প্রাপ্ত মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে ওই মিটারের জন্য দশ হাজার টাকা বিকাশ করলে ফেরত দেয়ার আশ্বাস দেয়।

এই বিষয়ে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মমিন বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। আশা করছি, চোর চক্রটিকে দ্রুত আটক করা সম্ভব হবে।

(ঢাকাটাইমস/৮জানুয়ারি/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :