দাম কমার শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ জানুয়ারি ২০২১, ১৪:৪৮

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেল সপ্তাহে (৩-৭ জানুয়ারি) দাম কমার শীর্ষ তালিকায় উঠে আসে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ১৪.২৯ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার সর্বমোট ২৩ কোটি ১৮ লাখ ১২ হাজার টাকা লেনদেন হয়েছে, যা দৈনিক গড় লেনদেন ৪ কোটি ৬২ লাখ ৬২ হাজার ৪০০ টাকা।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

দাম কমার শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে দেশ গার্মেন্টস। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দাম সর্বোচ্চ কমেছে ১৩.৭৭ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার সর্বমোট ২ কোটি ৯৬ লাখ ৭৩ হাজার টাকা লেনদেন হয়েছে, যা দৈনিক গড় লেনদেন ৫৯ লাখ ৩৪ হাজার ৪০০ টাকা।

তৃতীয় স্থানে রয়েছে শাইনপুকুর সিরামিকস। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দাম সর্বোচ্চ কমেছে ১২.৮০ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার সর্বমোট ১০০ কোটি ৪৪ লাখ ৪১ হাজার টাকা লেনদেন হয়েছে, যা দৈনিক গড় লেনদেন ২০ কোটি ১৬ লাখ ৮৮ হাজার ২০০ টাকা।

ডিএসইতে দাম কমার শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ ১২.৭৬ শতাংশ, ফাইন ফুডস ৭.৪৫ শতাংশ, ইশয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স ১২.১৫ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটার্স ১২.০৬ শতাংশ, এশিয়া ইন্স্যুরেন্স ১১.৬০ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্স ১১.৩৩ শতাংশ এবং প্রভাতি ইন্স্যুরেন্সের ১০.১৯ শতাংশ দাম কমেছে।

(ঢাকাটাইমস/৯জানুয়ারি/এসকেএস/কেআর)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :