কবিতা

যে মুলুকে তুমি, সেখানেই আমি

প্রকাশ | ১০ জানুয়ারি ২০২১, ১৫:৪১

ড. নেয়ামত উল্যা ভূঁইয়া

আমাকে ছেড়ে যে মুলুকে যাবে

নিয়ে চাপা অভিমান,

সে নিরুদ্দেশে চোখ মুদলে

আমিই বিদ্যমান।

 

মনের বলো, চোখের বলো;

কোনো আড়ালই  আড়াল নয়,

সব আড়ালের আড়ালেই থাকে

নবরূপে তোমার অভ্যুদয়।

 

যে দেশে পালাবে,যেখানে লুকাবে

রয়ে যাবে প্রচ্ছায়া,

কল্পরেখাকে রুখতে পারে না

সীমান্ত,আবহাওয়া।

 

আমার হাতের রেখাতেই আছে

পৃথিবীর ম্যাপ আঁকা,

যেখানে লুকাবে;সে দিশা জানাবে

অক্ষ-দ্রাঘিমা রেখা।