কাকরাইলে মা-ছেলে হত্যার রায় ১৭ জানুয়ারি

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ জানুয়ারি ২০২১, ১৭:১৭

যুক্তিতর্ক শুনানি শেষে রাজধানীর কাকরাইলে মা-ছেলে খুনের মামলার রায় ঘোষণার জন্য তারিখ ধার্য করেছে আদালত। আগামী ১৭ জানুয়ারি এই রায় ঘোষণা করা হবে।

রবিবার দুপুরে ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. রবিউল আলম রায় ঘোষণার এই তারিখ ধার্য করেন।

আদালতের সরকারি কৌঁসুলি সালাউদ্দিন হাওলাদার সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।

২০১৭ সালের ১ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর কাকরাইলের আঞ্জুমান মুফিদুল ইসলাম রোডের ৭৯/এ নম্বর বাড়িতে পুরান ঢাকার শ্যামবাজারের ব্যবসায়ী আবদুল করিমের স্ত্রী শামসুন্নাহার ও তার ছেলে শাওনকে (ও লেভেল শিক্ষার্থী) গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই বছরের ২ নভেম্বর নিহত শামসুন্নাহারের ভাই মো. আশরাফ আলী বাদী হয়ে রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন।

এ মামলায় নিহতের স্বামী আব্দুল করিম, তার দ্বিতীয় স্ত্রী শারমীন মুক্তা ও মুক্তার ভাই জনিসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে। মামলায় আব্দুল করিম, শারমীন মুক্তা ও জনি গ্রেপ্তার হয়ে কারাগারে আটক রয়েছেন।

২০১৮ সালের ১৬ জুলাই ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন রমনা থানার পরিদর্শক (তদন্ত) আলী হোসেন। এরপর মামলা বদলি হয়ে এলে ২০১৯ সালের ৩১ জানুয়ারি ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল ইসলাম আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

(ঢাকাটাইমস/১০জানুয়ারি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি

কক্সবাজারে কতজন রোহিঙ্গা ভোটার, তালিকা চেয়েছেন হাইকোর্ট

সাউথ এশিয়ান ল' ইয়ার্স ফোরাম ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল চ্যাপ্টারের দায়িত্ব পুনর্বণ্টন

আদেশ প্রতিপালন না হওয়ায় চট্টগ্রামের ডিসি এসপিসহ চার জনকে হাইকোর্টে তলব

১১ মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগের শুনানি ২৯ জুলাই

২৮ দিন পর খুলল সুপ্রিম কোর্ট

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

বোট ক্লাব কাণ্ড: প্রতিবেদন দিল পিবিআই, ব্যবসায়ী নাসিরের মামলায় ফেঁসে যাচ্ছেন পরীমনি?

এই বিভাগের সব খবর

শিরোনাম :