গাজীপুরে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার মোড়াল উদ্বোধন

নগর প্রতিবেদক, গাজীপুর, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ জানুয়ারি ২০২১, ২১:৫৯

গাজীপুর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মোড়াল উদ্বোধন করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গাজীপুর মহানগর ছাত্রলীগের উদ্যোগে রবিবার সকালে এসব মোড়াল উদ্বোধন করা হয়।

ভাস্কর শিল্পী পলাশ শেখের তত্বাবধানে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের পর মোড়াল দুটি উদ্বোধন করেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান।

উদ্বোধনের পর গাজীপুর মহানগর আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ, যুবলীগ, গাজীপুর মহানগর ছাত্রলীগসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করেন।

মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান বলেন, ‘ঐতিহাসিক ১৯৭২ সালের ১০ জানুয়ারি স্বাধীনতার পূর্ণতা নিয়ে স্বাধীন সোনার বাংলায় পদার্পণ করলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাঙালি পেল তাদের কাঙ্খিত মহামানব, স্বাধীনতার মহান স্থপতিকে। সেই স্বদেশ প্রত্যাবর্তন দিবসে গাজীপুর মহানগর ছাত্রলীগ বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার মোড়াল স্থাপন উদ্যোগকে মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে স্বাগত জানাই।’

স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর তৎসময়ের ত্যাগ এবং তিতীক্ষার কথা তুলে ধরে তিনি বলেন, ‘আসুন আমরা ত্যাগের রাজনীতিতে বলিয়ান হয়ে বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে দেশের জন্য কাজ করে যাই।’

এই মোড়াল স্থাপনের মূল দায়িত্বে থাকা গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহসভাপতি রাজিব হায়দার সাদিম বলেন, ‘বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনা বাস্তবায়নের জন্য অন্ধ মৌলবাদী শক্তির বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ এই মোড়াল স্থাপন করা হল। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে জননেত্রী শেখ হাসিনার যেকোনো সিদ্ধান্ত বাস্তবায়নে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।’

এসময় আরো উপস্থিত ছিলেন- গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ওসমান আলী, অ্যাড. আমজাদ হোসেন বাবুল, রিপন সরকার, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহি, সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস আহমেদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সঞ্জিত কুমার মল্লিক, সাধারণ সম্পাদক হাজী মনির হোসেন, সাবেক কমিশনার মজিবুর রহমান প্রমুখ।

উপস্থিত সকলে মোড়াল স্থাপনের জন্য গাজীপুর মহানগর ছাত্রলীগের প্রশংসা করেন।

আলোচনা সভা শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

(ঢাকাটাইমস/১০জানুয়ারি/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :