টিপস

ফোনে কিউআর কোড তৈরি করবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ জানুয়ারি ২০২১, ১৬:১৭

বিশেষ কোন ওয়েবসাইটে লগইন করার জন্যই খুব সহজেই মোবাইল ফোনের ব্রাউজার থেকে কিউআর কোড তৈরি করা সম্ভব। অ্যানড্রয়েড ফোন থেকেই যে কোন ওয়াবসাইটের কিউআর কোড তৈরি করবেন কীভাবে? কিউআর কোডের মাধ্যমে যে কেউ খুব সহজেই স্ক্যান করে ওয়েবসাইটে লগ ইন করতে পারবেন। অ্যানড্রয়েড ডিভাইসে গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করে ওয়েবসাইটের কিউআর কোড তৈরি করা যাবে। এই জন্য ক্রোম ব্রাউজারের ফ্ল্যাগ ব্যবহার করতে হবে। ধাপে ধপে দেখে নিন সেই পদ্ধতি।

স্টেপ ১। গুগল ক্রোম ওপেন করুন।

স্টেপ ২। ব্রাউজারের উপরে অ্যাড্রেস বারে “chrome://flags” টাইপ করুন।

স্টেপ ৩। এখানে সার্চ বারে 'Sharing Hub’ সিলেক্ট করুন।

স্টেপ ৪। ড্রপ ডাউন বক্স সিলেক্ট করে 'এনেবেল’ করে দিন।

স্টেপ ৫। এর পরে সার্চ বার ক্লিয়ার করে 'QR Code’ সার্চ করুন।

স্টেপ ৬। এই ফ্ল্যাহটিও ড্র ডাউন মেনু থেকে এনেব্ল করুন।

স্টেপ ৭। স্ক্রিনের নিচে 'রিলঞ্চ’ বাটন সিলেক্ট করে গুগল ক্রোমের নতুন ফিচার ব্যবহার শুরু করুন।

উপরের ধাপগুলো শুধুমাত্র একবার অনুসরন করতে হবে। এর পরে অ্যানড্রয়েড ফোন থেকে প্রত্যেক ওয়েবসাইটের কিউআর কোড তৈরি করার জন্য এই ধাপগুলি অনুসরন করুন।

স্টেপ ১। গুগল ক্রোম ওপেন করুন।

স্টেপ ২। যে ওয়েবসাইটের কিউআর কোড তৈরি করবেন সেটি ওপেন করুন।

স্টেপ ৩। অ্যাড্রেস বারে ট্যাপ করুন।

স্টেপ ৪। এবার শেয়ার অপশন সিলেক্ট করুন।

স্টেপ ৫। স্ক্রিনে ভেসে ওঠা তালিকায় কিউআর কোড সিলেক্ট করুন।

স্টেপ ৬। কিউআর কোড ডাউনলোড করে শেয়ার করুন।

(ঢাকাটাইমস/১১জানুয়ারি/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা