তাঁতীদের উন্নয়ন নিয়ে ভাবছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ জানুয়ারি ২০২১, ১৭:৩৭

বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, ‘তাঁত শিল্পে নানা সমস্যা, আধুনিক টেকনোলজি দিয়ে তাঁতী, রিলার, বসনীদের কিভাবে উন্নয়ন করা যাবে সে বিষয়ে ভাবছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।’

সোমবার দুপুরে একদিনের সফরে চাঁপাইনবাবগঞ্জের লাহারপুর তাঁত পল্লীর তাঁতী, রিলার ও বসনী সমাবেশে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। পরে তাঁত পল্লী পরিদর্শন করেন তিনি।

তিনি বলেন, ‘তাঁতীদের মূল সমস্যা দূর করা হবে। তাঁতীদের উন্নয়নের বিষয়টিও ভাবা হচ্ছে। মিলের তৈরি কাপড়ের কারণে তাঁতের কাপড় কেউ বিক্রয় করতে পারছেন না।’

মন্ত্রী গোলাম দস্তগীর গাজী আরো বলেন, ‘ট্রেনিংয়ের মাধ্যমে টেকনোলজির কোন সমস্যা আছে কিনা সেটাও দেখা হবে। যাতে দেশের তাঁত শিল্প টিকে থাকতে পারে।’

বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক আবদুল হাকিমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান ফজলে হোসেন বাদশ এমপি, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া, বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান শাহ আলম, একই মন্ত্রণালয়ের যুগ্মসচিব অলিউল্লাহ, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব।

(ঢাকাটাইমস/১১জানুয়ারি/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :