সাংবাদিক মিজানুর রহমান খানের মৃত্যুতে ইরাবের শোক

প্রকাশ | ১১ জানুয়ারি ২০২১, ২১:০৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বিশিষ্ট সাংবাদিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছে এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব।) ইরাবের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার প্রতি মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। 

সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাংবাদিক মিজানুর রহমান খান। 

ইরাব সভাপতি সাব্বির নেওয়াজ ও সাধারণ সম্পাদক শরীফুল আলম সুমন এক শোকবার্তায় বলেন, আইন-আদালতের খুটিনাটি বিষয়গুলোতে যার দখল ছিল ঈর্ষণীয়, পত্রিকার পাতায় নিয়মিত কলাম লিখে দেশের সামনে সত্য তুলে ধরেছেন প্রতিনিয়ত। তার মৃত্যুতে সাংবাদিক পেশায় যে ক্ষতি হয়েছে তা অপুরণীয়।

তিন দশক ধরে সাংবাদিকতা করা মিজানুর রহমান খান গত ২৭ নভেম্বর করোনাভাইরাসে আক্রান্ত হন। প্রথমে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন। সেখানে সমস্যা বাড়লে গত ১০ ডিসেম্বর তাকে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে রেখে চিকিৎসা করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে গত শনিবার বিকেলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। সোমবার সন্ধ্যা ছয়টা পাঁচ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক।

(ঢাকাটাইমস/১১জানুয়ারি/টিএটি/কেআর)