ছুটিতে এসে শুটিংয়ে রিচি সুলায়মান

প্রকাশ | ১২ জানুয়ারি ২০২১, ১১:৫৭

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস

নাট্য জগতের একসময়ের অতি পরিচিত মুখ রিচি সুলায়মান। কিন্তু গত কয়েক বছর ধরে তিনি অভিনয়ে অনিয়মিত। কারণ, তিনি এখন যুক্তরাষ্ট্র প্রবাসী। থাকেন নিউ ইয়র্ক শহরে। বছরে একবার দেশে আসেন ছুটি কাটাতে। তবে প্রতি বছরই তিনি এই ছুটিটাকে কাজে লাগান। দাঁড়িয়ে পড়েন ক্যামেরার সামনে।

সেই ধারাবাহিকতায় এবারও যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে একাধিক নাটকের শুটিং অংশ নিলেন রিচি সুলায়মান। সম্প্রতি তিনি শেষ করেছেন ‘মন কেমনের দিন’ নামে একটি নাটকের কাজ। এখানে তার সহশিল্পী আনিসুর রহমান মিলন ও সারিকা সাবা।

রিচি বলেন, ‘সময় সুযোগ পেলেই ক্যামেরার সামনে দাঁড়িয়ে যাই। প্রতিবারই ঢাকায় এলে দুই-তিনটি নাটকে কাজ করা হয়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। খুব শিগগির জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানের বিপরীতেও একটি নাটকের কাজ করবেন বলে তিনি জানান।

একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রিচি সুলায়মান তার ক্যারিয়ারে ৪০টির বেশি ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন। একক নাটকের সংখ্যাও উল্লেখ করার মতো। এছাড়া ‘নীরব প্রেম’ নামে একটি চলচ্চিত্রেও তিনি কাজ করেছেন। রিচি জানান, ছুটি শেষে ফেব্রুয়ারিতে তিনি যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন।

ঢাকাটাইমস/১২জানুয়ারি/এএইচ