অতিরিক্ত সচিব বেগম নাজমা খানমের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ জানুয়ারি ২০২১, ১৪:৫৬

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম নাজমা খানম ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নাজমা খানমের স্বামী ও ঢাকা মহানগর আইন কলেজের প্রিন্সিপাল কেটিউসি সাকলাইন ঢাকা টাইমসকে এই তথ্য নিশ্চিত করে বলেন, গতকাল রবিবার দিবাগত রাতে তিনি মারা গেছেন। মঙ্গলবার শ্বশুরালয় বগুড়ার ধুনটে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

নাজমা খানম নেত্রকোনার আটাপাড়া থানার মির্জাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৯ সালে ধানমন্ডি সরকারি বালিকা বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৮১ সালে ইডেন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে উচ্চ শিক্ষা লাভ করেন।

১১তম বিসিএস প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার হিসেবে তিনি যোগদান করেন। তিনি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারত, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশ থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন।

ব্যক্তিজীবনে তিনি এক ছেলে, এক মেয়ের জননী।

(ঢাকাটাইমস/১২জানুয়ারি/এএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রশাসন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :