মুচলেকা দিয়ে ছাড় পেলেন শিকারি

সিংড়া (নাটোর) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১২ জানুয়ারি ২০২১, ২০:৪৫ | প্রকাশিত : ১২ জানুয়ারি ২০২১, ২০:৪০

নাটোরের সিংড়ায় বন্দি খাঁচা থেকে মুক্ত আকাশে উড়ল দুইটি ঘুঘু পাখি। মঙ্গলবার দুপুরে পাখি দুটি সিংড়া থানা চত্বরে অবমুক্ত করা হয়। এসময় মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন এক কিশোর শিকারি।

পাখি অবমুক্তকরণের সময় উপস্থিত ছিলেন সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-এ-আলম সিদ্দিকী, পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) রফিকুল ইসলাম, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পরিবেশ কর্মী হাসান ইমাম প্রমুখ।

সোমবার রাত ১১টায় সিংড়া পৌর শহরের গোডাউল পাড়া মহল্লা থেকে খাঁচায় বন্দি পাখিসহ ইয়াছিন আলী নামের এক কিশোরকে আটক করেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা। পরে রাতেই তাকে নেওয়া হয় সিংড়া থানায়। সেখানে আর কোনোদিন পাখি শিকার না করার মর্মে মুচলেকা দিয়ে ছাড়া পায়।

(ঢাকাটাইমস/১২জানুয়ারি/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :