মানিকগঞ্জে ভেজালগুড় কারবারিদেরকে জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ জানুয়ারি ২০২১, ২২:২২

ভেজাল খেজুরের গুড় তৈরির দায়ে মানিকগঞ্জের হরিরামপুরে চারজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকালে উপজেলার বাল্লা ইউনিয়নে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বাল্লা ইউনিয়নের বিভিন্ন স্থানে কিছু অসাধু গাছি এক হাড়ি খেজুরের রসের সঙ্গে দুই থেকে চার কেজি চিনি, চুন ও খড়ের পানি মিশিয়ে খেজুরের গুড় তৈরি করে আসছিল।

অভিযানে ঝিটকা সরদার পাড়া গ্রামের লাল খাঁকে ১০ হাজার টাকা, হাবিবুর রহমানকে পাঁচ হাজার টাকা, আকেজদ্দিনকে পাঁচ হাজার টাকা ও বাল্লা গ্রামের রেহেনা বেগমকে সাড়ে চার হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে বেশ কিছু ভেজাল গুড় ও পাঁচ হাড়ি চিনি মেশানো খেজুরের রস নষ্ট করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, মানিকগঞ্জের ঐতিহ্য বহনকারী হাজারী গুড় ও লাল গুড়ের সুনাম অক্ষত রাখতে ভেজাল গুড় তৈরির বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সহায়তা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নজরুল ইসলাম, হরিরামপুর থানার এএসআই রুহুল আমিনসহ থানা পুলিশের সদস্যরা।

(ঢাকাটাইমস/১২জানুয়ারি/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :