বাহরাইনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আয়োজন

স্বপন মজুমদার, বাহরাইন থেকে
 | প্রকাশিত : ১২ জানুয়ারি ২০২১, ২২:২৯

যথাযথ মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে বাংলাদেশ দূতাবাস বাহরাইন। এ উপলক্ষে রবিবার (১০ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল ৪টায় আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম সভাপতিত্ব করেন।

দূতালয় প্রদান রবিউল ইসলামের পরিচালনায় দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন লেবার কাউন্সিলর (শ্রমসচিব) শেখ মো. তৌহিদুল ইসলাম।

এ সময় রাষ্ট্রদূত ডক্টর নজরুল ইসলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে স্বদেশ প্রত্যাবর্তন দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরেন এবং মহান মুক্তিযুদ্ধে তার অবদান গৌরবময় ইতিহাসের কথা স্মরণ করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাস বাহরাইনের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী, রাজনৈতিক নেতাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন আশরাফুল ইসলাম। পরে দূতাবাসে বঙ্গবন্ধু কর্নার পরিদর্শন করেন অতিথিরা।

(ঢাকাটাইমস/১২জানুয়ারি/কেএম)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রবাসের খবর এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :