চলচ্চিত্রে অভিষেকের অপেক্ষায় উষ্ণ

প্রকাশ | ১৩ জানুয়ারি ২০২১, ১১:০৫

বিনোদন প্রতিবেদন, ঢাকা টাইমস

ঢাকাই চলচ্চিত্রে আসতে চলেছে আরও এক নতুন মুখ। তিনি নবাগত চিত্রনায়িকা উষ্ণ হক। একসঙ্গে তার দুটি ছবির কাজ চলমান। দুটির কাজই শুরু হয়েছিল দেশে করোনাভাইরাস হানা দেয়ার আগে। একটি হচ্ছে সাইফ চন্দন পরিচালিত ‘ওস্তাদ’। এই ছবির নায়ক নিরব। শেষের পথে রয়েছে এ ছবির কাজ।

অন্য ছবিটি হচ্ছে সাফিউদ্দিন সাফি পরিচালিত ‘সিক্রেট এজেন্ট’। এটি প্রযোজনা করছেন মিজানুর রহমান মিজান। ‘সিক্রেট এজেন্ট’-এর ‍মূল চরিত্রে রয়েছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। এ ছবিতে কাজ করতে পেরে উচ্ছ্বসিত নবাগত চিত্রনায়িকা উষ্ণ।

তিনি বলেন, ‘পরিচালক সাফি ভাই এবং প্রযোজক মিজান ভাই কাজের ব্যাপারে সিরিয়াস। এই ছবিতে অভিনয় করে অনেক কিছু শিখেছি। দারুণ গল্পের একটি ছবি। বাপ্পি ভাইয়াও আমাকে বেশ সহযোগিতা করেছেন। সবকিছু মিলিয়ে এটি আমার জন্য দারুণ একটি প্রজেক্ট। আশা করছি, দর্শক ছবিটি বেশ ভালোভাবেই গ্রহণ করবেন। এতে আমার চলচ্চিত্র যাত্রা বেশ সফল হবে বলেই আশা রাখছি।’

প্রযোজক মিজানুর রহমান মিজান জানান, ‘করোনা সংক্রমণের আগে গুরুত্বপূর্ণ দৃশ্যায়নের পর ‘সিক্রেট এজেন্ট’-এর ক্যামেরা ক্লোজ হয়েছিল। এখন বাকি আছে ডাবিং ও এডিটিং। করোনার কারণে এই কাজ এতদিন আটকে ছিল। খুব শিগগির এ কাজগুলো শেষ হবে।’

তিনি আরও জানান, ‘যুক্তরাষ্ট্র থেকে বর্তমানে আমি জরুরি কাজে দুবাই এসেছি। ২৮ জানুয়ারি দেশে ফিরব। এরপর ডাবিং, এডিটিং ও চূড়ান্ত সম্পাদনা দেশে সেন্সরে জমা দেব ছবিটি। ইচ্ছে আছে ছবিটি আগামী মার্চ কিংবা পহেলা বৈশাখে রিলিজ করার।’

ঢাকাটাইমস/১৩জানুয়ারি/এএইচ