মাফিয়া গ্রুপের বিচারে 'সর্ববৃহৎ আদালত' স্থাপন ইতালির

আন্তর্জাতিক ডেস্ক
 | প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০২১, ১২:৫২

অন্যতম শক্তিশালী মাফিয়া গ্রুপের বিরুদ্ধে বিচারকাজ শুরু করছে ইতালি। কয়েক শত অভিযুক্তের বিচার কাজ চালানোর জন্য বিশাল আদালত স্থাপন করেছে দেশটি। বুধবার থেকে তাদের বিচার কার্যক্রম শুরু হবে। আগামী দুই বছর ধরে এই বিচারকাজ চলবে বলে ধারণা করা হচ্ছে। খব বিবিসি

মাফিয়া গ্রুপ এনড্রাংহেতা'র বিরুদ্ধে দীর্ঘ তদন্তের পর ৩৫৫ জন সন্দেহভাজন মাফিয়া ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

বিচার কার্যক্রমে ৯০০ জনেরও বেশি সাক্ষ্য-প্রমাণ দেবেন বলে আশা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে চার্জশিটে হত্যাকাণ্ড, মাদক পাচার, চাঁদাবাজি এবং অর্থ পাচারের মতো অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

বুধবার থেকে শুরু হতে যাওয়া এই বিচার কাজের জন্য দক্ষণাঞ্চলীয় শহর ক্যালাব্রিয়াতে বিশেষ আদালত স্থাপন করা হয়েছে। এই এলাকাটিই মাফিয়া গ্রুপটির মূল কেন্দ্র।

যে ভবনে বিশেষ আদালত স্থাপন করা হয়েছে সেখানে আগে একটি কল সেন্টার ছিল। যাতে শত শত লোক আদালতে অংশ নিতে পারেন সেজন্য এই বিশাল আদালত স্থাপন করা হয়েছে। ১৯৮০ সালের পর ইতালিতে জাতীয়ভাবে কোনো মাফিয়া গ্রুপের বিরুদ্ধে এভাবে বিচার অনুষ্ঠিত হয়নি।

এএফপির এক খবরে বলা হয়েছে, সম্প্রতি প্রাক-বিচারের শুনানির সময় আসামীদের নাম পড়তে তিন ঘণ্টারও বেশি সময় লেগেছে। অভিযুক্তদের মধ্যে রয়েছে রাজনীতিবীদ, পুলিশ অফিসার, বেসামরিক কর্মচারী ও সাধারণ মানুষও।

ইতালির দক্ষিণের কালাব্রিয়া এলাকার এই মাফিয়া গ্রুপটি দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধ কার্যক্রম চালিয়ে আসছে। ইতালি ছাড়া তারা জার্মানিতেও সক্রিয় বলে জানা যায়। দুই দেশের প্রভাবশালী কিছু সরকারি কর্মকর্তার মদদেই তারা বিভিন্ন অনৈতিক কাজ করে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে।

ঢাকা টাইমস/১৩জানুয়ারি/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

তীব্র গরমে বিশ্বব্যাপী বছরে ১৯ হাজার শ্রমজীবীর মৃত্যু

গাজা ইস্যুতে উত্তাল যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো 

ফের দফায় দফায় ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান

ইরানে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র নিজেরাই ধ্বংস করে ইসরায়েল!

মালদ্বীপে সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী চীনপন্থি প্রেসিডেন্ট মুইজ্জুর দল

পাকিস্তান সফরে ইরানের প্রেসিডেন্ট রাইসি 

ব্যর্থতার দায় নিয়ে ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধানের পদত্যাগ 

২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল করলো কলকাতা হাইকোর্ট

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান তুরস্কের

সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে ইরাকি সশস্ত্র গোষ্ঠীর রকেট হামলা  

এই বিভাগের সব খবর

শিরোনাম :