বোলিং কোচের দায়িত্ব পেলেন ওমর গুল

প্রকাশ | ১৩ জানুয়ারি ২০২১, ১৪:৪৩ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২১, ১৫:০১

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

 

পাকিস্তান সুপার লিগে(পিএসএল) কোয়েটা গ্ল্যাডিয়েটরস দলের বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন সাবেক পাক পেসার ওমর গুল। এর আগে কোয়েটার বোলিং কোচ ছিলেন তারই সতীর্থ আব্দুর রাজ্জাক। দেশটির ক্রিকেট বোর্ডের নতুন নিয়মের কারণে রাজ্জাককে তার জায়গা থেকে সরতে হচ্ছে।

গত অক্টোবরে ন্যাশনাল টি-টোয়েন্টি কাপের ম্যাচ দিয়ে খেলোয়াড়ি জীবন থেকে অবসর নেন গুল। পাকিস্তানের হয়ে ৪৭ টেস্টে তার শিকার ১৬৩ উইকেট, ১৩০ ওয়ানডেতে উইকেট ১৭৯টি, ৬০ টি-টোয়েন্টিতে ৮৫টি।

উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারি মাসের ২০ তারিখ থেকে পিএসএলের ষষ্ঠ আসর শুরু হবে। এই আসরে অংশ নেবে মোট ছয়টি দল। ইতোমধ্যেই তারা তাদের দল গুছিয়ে নিয়েছে। প্লেয়ার্স ড্রাফটে অনেক বাংলাদেশি ক্রিকেটারের নাম ছিল। কিন্তু কোনো টাইগার ক্রিকেটার দল পায়নি।

ক্রীড়া ডেস্ক/১৩ জানুয়ারি/ এমএম