কৃষক আন্দোলন নিয়ে হেমা মালিনীর কটাক্ষ

প্রকাশ | ১৩ জানুয়ারি ২০২১, ১৫:৪৫

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস

ভারতে লোকসভা নির্বাচনের আগে মাথুরার সংসদ সদস্য অভিনেত্রী হেমা মালিনী কাচি হাতে ধান কাটতে নেমে পড়েছিলেন ক্ষেতে। মাথায় ফসল চাপিয়ে হেঁটেছিলেনও। ট্র্যাক্টরও চালিয়েছেন। কিন্তু ভোটে জেতার প্রায় দুই বছর পর সেই কৃষকদের আন্দোলন নিয়েই কটাক্ষ করলেন। বললেন, ‘এরা (কৃষকরা) নিজেরা কী চান, তা নিজেরাই জানেন না।’

কৃষক আন্দোলন নিয়ে এত প্রচারের ঘনঘটা দেখে একটি সংবাদ সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে হেমার বিস্ময়, ‘এই তিন কৃষি আইনে কী এমন আছে যে ওদের (কৃষকদের) এত সমস্যা হচ্ছে! সরকারের সঙ্গে এতবার কথা বলেও সমস্যার সমাধান করতে পারছেন না। আসলে ওরা কোনো এক পক্ষের উস্কানিতে বিক্ষোভ দেখাচ্ছেন। ওরা নিজেরা কি চান, তা নিজেরাই জানেন না।’

গত ২৬ নভেম্বর থেকে ভারতে কৃষি আইনের বিরুদ্ধে দিল্লি সীমান্তে বিক্ষোভ দেখাচ্ছেন হাজার হাজার কৃষক। মূলত পাঞ্জাব ও হরিয়ানার কৃষকরাই রয়েছেন সেখানে। তাদের দাবিকে সমর্থন জানিয়ে কৃষকদের পাশে দাঁড়িয়েছেন সিনেমা জগতের বহু তারকা। এমনকী হেমার স্বামী ধর্মেন্দ্রও। তিনি কিছুদিন আগে টুইটারে লেখেন, ‘কৃষক ভাইদের এভাবে কষ্ট পেতে দেখে আমার খুব খারাপ লাগছে। সরকারের এ ব্যাপারে অবিলম্বে কিছু করা উচিত।’

সেখানে হেমার মুখে ভিন্ন সুর। তবে ‘ড্রিমগার্ল’-এর এই বক্তব্য প্রকাশ হতেই তা নিয়ে সমালোচনা শুরু হয়েছে। সাংসদ হেমা মালিনীকে ব্যাঙ্গ করে নিজেদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে একটি পোস্ট করেছে আম আদমি পার্টি। চাষের ক্ষেতে মাথুরার সাংসদের ধানকাটার ছবি পোস্ট করে তারা লিখেছে, ‘একমাত্র কৃষক, যিনি কৃষকদের সমস্যা বোঝেন না।’ 

ঢাকাটাইমস/১৩জানুয়ারি/এএইচ