পুঁজিবাজারে সূচকের পতন হলেও বেড়েছে লেনদেন

প্রকাশ | ১৩ জানুয়ারি ২০২১, ১৭:১০

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের পুঁজিবাজারে সূচকের বড় পতনের মাধ্যমে লেনদেন শেষ হয়েছে। কমেছে সবগুলো সূচকের পাশাপাশি বেশির ভাগ কোম্পানির দর। তবে উভয় পুঁজিবাজারে বেড়েছে লেনদেনের পরিমাণ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, দিন শেষে ডিএসইতে মোট লেনদেন হয়েছে দুই হাজার ১০৮ কোটি ৪৯ লাখ ৮২ হাজার টাকা। যা আগের দিনের তুলনায় ৯২ কোটি  টাকা বেশি। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছে এক হাজার ৯৮২ কোটি ৬৪ লাখ ৩৭ হাজার টাকা।  লেনদেনে অংশ নেয়া ৩৫৯টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৫৬টির, কমেছে ২৪৮টি এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টি কোম্পানির শেয়ারের দর।

জানা গেছে, বুধবার ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স সূচক ৯১ পয়েন্ট কমে অবস্থান করছে পাঁচ হাজার ৭৭০ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ২১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩০১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে দুই হাজার ১৫৯ পয়েন্টে।

অপরদিকে দেশের অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আগের দিনের থেকেও বেড়েছে লেনদেনের পরিমাণ। তবে কমেছে সবগুলো সূচকের পাশাপাশি বেশিরভাগ কোম্পানির দর।

বুধবার সিএসইতে লেনদেন হয়েছে ১৪১ কোটি ৬০ লাখ ৫৫ হাজার ৬২৭ টাকা, যা আগের দিনের তুলনায় ৭০ কোটি টাকা বেশি। আগের দিন সিএসইতে মোট লেনদেন হয়েছিল ৭১ কোটি ২৩ লাখ ৫৫ হাজার  টাকা। এ দিন সিএসইর লেনদেনে অংশ নেয়া ২৮২টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৫০টি কোম্পানির। দর কমেছে ১৯৯টি কোম্পানির। দর অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির।

দিন শেষে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৪৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৮৪০ পয়েন্টে। সিএসইএক্স সূচক ১৪৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ১৫৩ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ৫৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৩১৩ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৭২ পয়েন্টে। সিএসআই ২৭ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৬ পয়েন্টে।

(ঢাকাটাইমস/১৩জানুয়ারি/এসআই/জেবি)