শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে কলিজা লাগে

প্রকাশ | ১৩ জানুয়ারি ২০২১, ১৭:১০

মো. আশরাফুল আলম খোকন

শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে কলিজা লাগে। সৎ সাহস লাগে। ক্ষমতা হস্তান্তর করতে গিয়ে যুক্তরাষ্ট্রে এইবার ডোনাল্ড ট্রাম্প সমর্থকরা যা করলেন তা খুবই লজ্জাজনক। চারজনকে জীবনও দিতে হলো। শুধু এবার নয়, ডোনাল্ড ট্রাম্প যেদিন ক্ষমতা গ্রহণ করেন সেদিনও ওয়াশিংটন ডিসিতে লংকাকান্ড হয়েছিল। হিলারি ক্লিনটন সমর্থকরা ব্যাপক ভাংচুর ও নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করেছিল সেদিন।

এইবার আসেন বাংলাদেশ প্রসঙ্গে আসি। এরশাদবিরোধী ৯০-এর গণআন্দোলনের কথা সবাই জানি। ওই আন্দোলনে এবং ক্ষমতা বদলে কত মানুষকে প্রাণ দিতে হয়েছে। ১৯৯৬ সালে বিএনপি সরকার ক্ষমতা না ছাড়ার জন্য হেন কোনো অপকর্ম নাই যা করেনি।

দেশব্যাপী অসহযোগ আন্দোলনে করতে হয়েছে বেগম জিয়ার আঁকড়ে থাকা ক্ষমতা ছাড়ার জন্য। ২০০৬ সালে ক্ষমতায় টিকে থাকার জন্য বিএনপি-জামায়াত সরকার এতটাই অসাংবিধানিক কাজকর্ম করেছে যে ১/১১-এর মতো ঘটনা ঘটেছে।

অপরদিকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০১ সালে ক্ষমতা হস্তান্তর করেছিল যা ছিল শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের রেকর্ড। কেউ বলতে পারবেন না সেসময় কোনো টু শব্দটি হয়েছে। এখানেই শেখ হাসিনার সাহস ও সততার জোর।

লেখক: প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব

ঢাকাটাইমস/১২জানুয়ারি/এসকেএস