হঠাৎ শঙ্কায় ধোনির মুরগির ব্যবসা

প্রকাশ | ১৩ জানুয়ারি ২০২১, ১৭:১৭

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস


বেশ ভালই চলছিল ভারতীয় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিংহ ধোনির মুরগির ব্যবসা। কিন্তু এই করোনার মহামারীতে বার্ড ফ্লু ছড়িয়েছে ভারতের বিভিন্ন রাজ্যে। আর তাই হুট করে মুরগি অর্ডারও বাতিল করে দিয়েছেন ধোনি। একজন মুরগি ব্যবসায়ী হিসেবে বেশ শঙ্কায় রয়েছেন তিনি।
কড়কনাথ মুরগি দিয়ে পোল্ট্রি ব্যবসা শুরু করেন ধোনি। এবার অর্ডার দিয়েছিলেন কড়কনাথের সঙ্গে গ্রামাপ্রিয়া প্রজাতির মুরগির। কিন্তু ফ্লু’য়ের ভয়ে সেই অর্ডার বাতিল করে দিয়েছেন ভারতের কিংবদিন্ত ক্রিকেট অধিনায়ক।
সাম্বোতে ধোনির মুরগির খামার দেখভালের দায়িত্বে থাকা ডা. বিশ্বরঞ্জন জানিয়েছেন, কয়েকদিন আগে দুই হাজার করে কড়কনাথ এবং গ্রামাপ্রিয়া মুরগির অর্ডার দেয়া হয়েছিল। যেগুলো পরিবহন ও আমদানির প্রস্তুতিও শেষ পর্যায়ে ছিল।
মধ্যপ্রদেশ থেকে কড়কনাথ এবং হায়দরাবাদ থেকে গ্রামাপ্রিয়া মুরগির অর্ডার দেয়া হয়েছিল ধোনির খামারের জন্য। কিন্তু বার্ড ফ্লু’র সতর্কতায় সব অর্ডার বাতিল করে দিয়েছেন ধোনি।
ঢাকাটাইমস/১৩জানুয়ারি/ এমএম