শীতার্তদের পাশে দাঁড়াতে কাতার চ্যারিটির ক্যাম্পেইন শুরু

প্রকাশ | ১৩ জানুয়ারি ২০২১, ২০:৩৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

আন্তর্জাতিক দাতব্য সংস্থা ‘কাতার চ্যারিটি’ সামাজিক যোগাযোগ প্লাটফর্মে ‘হ্যাশট্যাগ মিলিয়ন স্মাইলস’ দিয়ে শীতকালীন ক্যাম্পেইন শুরু করেছে। এই প্রচারাভিযানের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের ১৯টি দেশের ১০ লাখের বেশি ভুক্তভোগী মানুষকে সহায়তা করার টার্গেট নেয়া হয়েছে।

বুধবার সংস্থাটির সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

 ‘ওয়ার্মথ অ্যান্ড পিস’ শিরোনামে এই প্রচারাভিযানের লক্ষ্য হচ্ছে- বিভিন্ন দেশে প্রচণ্ড শীতে বিরূপ পরিস্থিতির মুখোমুখি হওয়া বাস্তুচ্যুত ও শরণার্থীদের কাছে প্রয়োজনীয় খাদ্য, গরম কাপড়, স্বাস্থ্য ও শিক্ষাসংক্রান্ত সমস্ত উপকরণ সরবরাহ করা। আর এই উদ্যোগে অংশ নিচ্ছেন মিডিয়া ব্যক্তিত্ব, খেলোয়াড়, আইনজীবী এবং প্রচারকর্মীরা।

কাতার চ্যারিটি এমন একটি সময়ে ‘মিলিয়ন স্মাইলস’ উদ্যোগের এই সূচনা করেছে, যখন বিভিন্ন দেশে শরণার্থী এবং বাস্তুচ্যুত অসংখ্য মানুষ প্রচণ্ড শীতে কঠোর পরিস্থিতিতে জীবনযাপন করছে। পাশাপাশি তাদের খাদ্য, ওষুধ, কম্বল এবং আশ্রয়ের প্রয়োজনীয়তাও বহুগুণে বৃদ্ধি পেয়েছে। আর এসব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য এখন সমাজসেবীদের একত্রে এগিয়ে আসা খুবই প্রয়োজন। 

কাতার চ্যারিটি কাতারের দানশীল লোকদের এই অভিযানে অনুদান দেয়ার এবং ভুক্তভোগীদের কষ্ট লাঘবে জরুরি সহায়তা প্রদান করার আহ্বান জানিয়েছে।

একইসঙ্গে সামাজিক যোগাযোগ নেটওয়ার্কগুলোতে যুক্তদের এবং সাধারণ জনগণতে এই মানবিক লক্ষ্য অর্জনের পথে যে যার অবস্থানে থেকে প্রচারাভিযানে শামিল হওয়ার আহ্বান জানিয়েছে।

(ঢাকাটাইমস/১৩জানুয়ারি/বিইউ/জেবি)