পৌর নির্বাচন: গাইবান্ধায় সুষ্ঠু ভোটের দাবিতে বিক্ষোভ

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০২১, ২১:২৭

আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে গাইবান্ধা পৌর নির্বাচন। এ নির্বাচনে প্রার্থী থেকে শুরু করে সাধারণ ভোটার সকলেরইে এক দাবি। সুষ্ঠু নির্বাচন ও নিরাপদ পরিবেশে ভোটধিকার প্রয়োগের নিশ্চয়তা।

তাই বুধবার দুপুরে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে বিক্ষোভ করেছেন গাইবান্ধা পৌরসভার সচেতন ও শান্তিপ্রিয় সাধারণ নাগরিকরা। শহরের ইসলামিয়া হাইস্কুল মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমবেত হন তারা।

এরপর পৌরসভার সাধারণ ভোটারদের পক্ষে ছয়জনের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক আবদুল মতিনের কাছে স্মারকরিপি প্রদান করেন।

প্রতিনিধিদের মধ্যে ছিলেন- জাভেদ হোসেন, খালেকুজ্জামান খালেদ, আমজান হোসেন, আরাফাত হোসেন বাবু, এইচ এম জাহিদ ও হারুন উর রশিদ।

জেলা প্রশাসক প্রতিনিধিদের মাধ্যমে পৌরসভার সচেতন ও শান্তিপ্রিয় সাধারণ নাগরিকদের অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের কোন বিকল্প নেই বলে আশ্বস্ত করেন।

(ঢাকাটাইমস/১৩জানুয়ারি/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :