সিএপিএম আইবিবিএল ইসলামি মিউচ্যুয়াল ফান্ডের আয় বেড়েছে ১৭ গুণ

প্রকাশ | ১৩ জানুয়ারি ২০২১, ২১:৩৮ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২১, ২১:৩৯

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিএপিএম আইবিবিএল ইসলামি মিউচ্যুয়াল ফান্ডের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর’ ২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী ইউনিটটির প্রথম প্রান্তিকের তুলনায় ১৭ গুণ বেশি আয় বেড়েছে।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য সময়ে ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয়েছে ৯৭ পয়সা। এছাড়া ছয় মাসে (জুলাই-ডিসেম্বর ২০) ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয়েছে এক টাকা দুই পয়সা। প্রথম প্রান্তিকে ইউনিটির আয় ছিল ছয় পয়সা।

৩১ ডিসেম্বর, ২০ সময়ে বাজারমূল্য অনুযায়ী ফান্ডের ইউনিটপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১০ টাকা ৭৬ পয়সা। ৩১ জুন পর্যন্ত সময়ে তা ছিল আট টাকা ৯৯ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০ সময়ে ক্রয়মূল্য অনুযায়ী ফান্ডের ইউনিটপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১১ টাকা ২৬ পয়সা। ৩০ জুন পর্যন্ত সময়ে তা ছিল ১০ টাকা ৮৫ পয়সা।

(ঢাকাটাইমস/১৩জানুয়ারি/এসআই/জেবি)