শেষ আটে জুভেন্টাস, জয় পেয়েছে ম্যানসিটি-ইন্টারমিলান

প্রকাশ | ১৪ জানুয়ারি ২০২১, ১০:৩১ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২১, ১০:৩৩

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

 

ইতালিয়ান কাপে কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ে জুভেন্টাস-জেনোয়া মধ্যকার ম্যাচটি ছিল নাটকীয়তায় ভরপুর। শেষ পর্যন্ত ৩-২ গোল ব্যবধানে জয় নিয়ে সেরা আটে জায়গা করে নিয়েছে তুরিনের ক্লাবটিই। জুভেন্টাসের হয়ে যথাক্রমে একটি করে গোল করেন কুলুসেভেস্কি, মোরাতা এবং রাফেয়া। অন্যদিকে জেনোয়া হয়ে গোল করেন সিজিবোরা ও মেলেগোনি।

দুর্দান্ত শুরুর পর হঠাৎ ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছিল জুভেন্টাস। দুই গোলের ব্যবধান ঘুচিয়ে দারুণভাবে ম্যাচে ফিরেছিল জেনোয়া। কিন্তু অতিরিক্ত সময়ে আর পেরে ওঠেনি দলটি। রোমাঞ্চকর লড়াইয়ে তাদের হারিয়ে ইতালিয়ান কাপে এগিয়ে গেছে আন্দ্রেয়া পিরলোর দল।

ইতালিয়ান কাপে দিনের অন্যান্য ম্যাচে এম্পোলির বিপক্ষে নাপোলি এবং ফিরোন্টিনার বিপক্ষে ইন্টার মিলান জয় পেয়েছে।

এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রিটনকে ১-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। ম্যাচের একমাত্র গোলটি করেন ফিল ফোডেন। এ জয়ের মাধ্যমে ১৬ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয়স্থানে উঠে এসেছে তারা। এছাড়া টটেনহাম-ফুলহাম মধ্যকার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

ঢাকাটাইমস/১৪জানুয়ারি/ এমএম