স্থায়ীভাবে ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করলো স্ন্যাপচ্যাট

প্রকাশ | ১৪ জানুয়ারি ২০২১, ১৪:৩১ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২১, ১৪:৫৩

আন্তর্জাতিক ডেস্ক

বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট এবার স্থায়ীভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিল স্ন্যাপচ্যাট৷ ক্যাপিটল হিলে হামলায় উস্কানি দেওয়ার অভিযোগেই এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

এর আগে ট্রম্পের সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছিল ফেসবুক ও টুইটার৷ অশান্তি ছড়ানোর আশঙ্কার সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে তার ইউটিউব চ্যানেলও৷ ইউটিউবে সম্প্রতি ট্রাম্পের একটি ভিডিও ঘিরে হিংসাত্মক পরিস্থিতি তৈরির আশঙ্কা করে তড়িঘড়ি এই সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। দ্রুত মুছে দেওয়া হয় ভিডিওটি৷

এ বিষয়ে স্ন্যাপচ্যাটের মুখপাত্র বলেন, ‘গত সপ্তাহেই আমরা ঘোষণা করেছিলাম, বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে৷ আমাদের স্ন্যাপচ্যাট কমিউনিটির স্বার্থে দীর্ঘমেয়াদী পদক্ষেপ নিয়ে চিন্তাভাবনা করা হয়েছে৷’

গত কয়েক মাস ধরে সংস্থার কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করার অভিযোগও রয়েছে ট্রাম্পের বিরুদ্ধে৷ স্ন্যাপচ্যাটের তরফে আরও বলা হয়, ভুল বার্তা ছড়িয়ে পড়া রুখতে ও জনগণের নিরাপত্তার স্বার্থে আমরা স্থায়ীভাবে ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি৷

প্রথম থেকেই নিজের পরাজয় মেনে নিতে পারেননি ডোনাল্ড ট্রাম্প। ফল প্রকাশের দিন থেকেই তিনি ভোটে কারচুপির অভিযোগ তুলেছিলেন। সম্প্রতি সমর্থকদের উদ্দেশ্যে হাল না ছাড়ার আহ্বান জানান৷ এর পরেই সিনেটেরদের আটকে শুরু হয় ট্রাম্প সমর্থকদের বিক্ষোভ। ক্যাপিটল হিলের ভিতরেও ঢুকে পড়েন তারা। পরিস্থিতি রণক্ষেত্রের চেহারা নেয়। পুলিশের গুলিতে প্রাণ হারান পাঁচ জন।

ঢাকা টাইমস/১৪জানুয়ারি/একে