সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের বড় উত্থান

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ১৫:৩২ | প্রকাশিত : ১৪ জানুয়ারি ২০২১, ১৫:৩০

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পবার দেশের উভয় পুঁজিবাজারে সূচকের বড় উত্থান ঘটেছে। বেড়েছে সবগুলো সূচক। উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেনের পরিমাণ কমেছে। তবে বেশির ভাগ কোম্পানির দর বেড়েছে উভয় পুঁজিবাজারে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, দিন শেষে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৭০ কোটি ৮৫ লাখ ৪৮ হাজার টাকা। যা আগের দিনের তুলনায় ১০০ কোটি টাকার কম। লেনদেনে অংশ নেয়া ৩৬২টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৫৯টির, কমেছে ১৩৩টি এবং অপরিবর্তিত রয়েছে ৭০টি কোম্পানির শেয়ারের দর।

সর্বশেষ বুধবার দিন শেষে ডিএসইতে মোট লেনদেন হয়েছিল ২ হাজার ১০৮ কোটি ৪৯ লাখ ৮২ হাজার টাকা। লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দর কমেছিল বেশিরভাগ কোম্পানির।

জানা গেছে, বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স সূচক ১৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৯০৯ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩২৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২৩৬ পয়েন্টে।

অপরদিকে দেশের অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আগের দিনের থেকেও কমেছে লেনদেনের পরিমাণ। তবে বেড়েছে সূচকের পাশাপাশি বেশিরভাগ কোম্পানির দর।

বৃহস্পতিবার সিএসইতে লেনদেন হয়েছে ৮৩ কোটি ৭৫ লাখ ৩৫ হাজার ৪০৪ টাকা, যা আগের দিনের তুলনায় ৫৮ কোটি টাকা কম। আগের দিন সিএসইতে মোট লেনদেন হয়েছিল ১৪১ কোটি টাকা। এ দিন সিএসইর লেনদেনে অংশ নেয়া ২৮৬টি দর বেড়েছে ১৩৭টি কোম্পানির। দর কমেছে ১০৭টি কোম্পানির। দর অপরিবর্তিত রয়েছে ৪২টি কোম্পানির।

দিন শেষে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ২১৯ পয়েন্টে। সিএসইএক্স সূচক ২৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০ হাজার ৩৮৭ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ৩২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৬২৩ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩০৮ পয়েন্টে। সিএসআই ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯২ পয়েন্টে।

(ঢাকাটাইমস/১৪জানুয়ারি/এসআই/কেআর)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :