Breaking news

  •    স্কুল-কলেজ খুলছে ৩০ মার্চ

তথ্যমন্ত্রীর এপিএসকে নবম গ্রেডে নিয়োগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ জানুয়ারি ২০২১, ১৭:০০

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সহকারী একান্ত সচিব (এপিএস) ইমরান হোসাইন শরিফকে নবম গ্রেডে নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অণু বিভাগের অভ্যন্তরীণ নিয়োগ শাখার উপসচিব আলিয়া মেহের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সহকারী একান্ত সচিব ইমরান হোসাইন শরিফকে নবম গ্রেডে নিয়োগ দেয়া হয়েছে। এই নিয়োগে তার বেতন ২২ হাজার থেকে বাড়িয়ে বেতন স্কেলের নবম গ্রেডে ৫৩ হাজার ৬০ টাকা করা হয়েছে।

তথ্যমন্ত্রী হাসান মাহমুদ যতদিন তার বর্তমান পদে থাকবেন এবং তিনি যতদিন পর্যন্ত তার সহকারী হিসেবে ইমরান হোসাইন শরিফকে রাখবেন ততদিন পর্যন্ত এই নিয়োগ আদেশ কার্যকর থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৪ জানুয়ারি/এআর/ইএস)

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :