বয়স ৫৫ পেরোলে আর যুবলীগ নয়

প্রকাশ | ১৪ জানুয়ারি ২০২১, ১৭:৩৩ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২১, ১৭:৫৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বয়স ৫৫ বছর পার হলে আর যুবলীগ করা যাবে না। সম্প্রতি এমন সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটির নীতিনির্ধারণী ফোরাম।

যুবলীগের পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুবলীগ করার সর্বোচ্চ বয়সসীমা ৫৫ বছর নির্ধারণ সংক্রান্ত অনুষঙ্গটি গঠনতন্ত্রে সন্নিবেশিত করার লক্ষ্যে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ যুবলীগের সর্বোচ্চ নীতিনির্ধারণী সভার সদস্যদের মতামত চান। এ বিষয়ে যুবলীগের প্রেসিডিয়াম সদস্যরা ‘যুবলীগ করার সর্বোচ্চ বয়সসীমা ৫৫ বছর’ সংক্রান্ত বিষয় গঠনতন্ত্রে সন্নিবেশিত করার পক্ষে প্রস্তাব দিয়ে বলেন, ‘সপ্তম কংগ্রেস পরবর্তী নতুন নেতৃত্ব- বর্তমান চেয়ারম্যান-সাধারণ সম্পাদক এবং পূর্ণাঙ্গ কমিটির সব সদস্য ৫৫ বছরের হিসাব মোতাবেক নির্বাচিত/মনোনীত হয়েছেন। এসব প্রস্তাবনা নীতিনির্ধারণী সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

যুবলীগের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী যুবলীগের ৭ম জাতীয় কংগ্রেস পরবর্তী সময়ে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের পর যুবলীগের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের প্রেসিডিয়াম সদস্যদের প্রথম সভায় (ভার্চুয়ালি) এসব সিদ্ধান্ত নেয়া হয়।

 (ঢাকাটাইমস/১৪জানুয়ারি/বিইউ)