বাউফলে আ. লীগের দুইপক্ষের সংঘর্ষ, আহত ১০

বাউফল প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ১৮:১৮ | প্রকাশিত : ১৪ জানুয়ারি ২০২১, ১৮:০৩

পটুয়াখালীর বাউফলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুইপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

গত বুধবার রাতে উপজেলার নওমালা ইউনিয়নের নগরের হাট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে রাসেল রাড়ী নামে এক কর্মীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আধিপত্যকে বিস্তারকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান শাহজাদা হাওলাদারের সঙ্গে সাবেক চেয়ারম্যান নওমালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামাল হোসেন বিশ্বাসের বিরোধ চলে আসছে। বুধবার বিকালে নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথি স্থানীয় সাংসদ আসম ফিরোজের উপস্থিতিতে ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সম্মেলন হয়।

সম্মেলন শেষে কামাল বিশ্বাসের কয়েকজন কর্মী বাড়ি ফেরার পথে লাঞ্চিত হন চেয়ারম্যান শাহাজাদা হাওলাদারের কর্মীদের দ্বারা। এ ঘটনার জেরে ওই রাত ৮টার দিকে নওমালা বাজারে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে উভয়পক্ষের ছোঁড়া ইটের আঘাতে রাসেল, কবির, রহমান রাড়ীসহ কমপক্ষে ১০ জন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

বাউফল থানার ওসি (তদন্ত) আল মামুন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

(ঢাকাটাইমস/১৪জানুয়ারি/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :