রিয়ালকে হারিয়ে সুপার কাপের ফাইনালে অ্যাথলেটিক বিলবাও

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ জানুয়ারি ২০২১, ০৯:৩২ | প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০২১, ০৯:১৮

স্প্যানিশ সুপার কাপ থেকে বিদায় নিল জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ। হেরেছে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে। টানটান উত্তেজনাপূর্ণ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে জিনেদিন জিদানের শিষ্যদের ২-১ গোল ব্যবধানে হারিয়েছে বিলবাও। দলের হয়ে দুটি গোল করেনে রাউল গার্সিয়া। এদিকে করিম বেনজেমার পা থেকে রিয়ালের একমাত্র গোলটি এসেছে।

সুপার কাপের প্রথম সেমিফাইনাল ম্যাচ জিতে ইতোমধ্যেই ফাইনালের টিকেট কেটে রেখেছে বার্সেলোনা। ফলে আগামী রবিবার রাতে শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচে বার্সা-বিলবাও একে অপরের মুখোমুখি হবে।

জয়ের উদ্দেশে অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে গতকাল রাতে মাঠে নামে রিয়াল। বল দখলেও বেশ এগিয়ে ছিল দলটি। কিন্তু গোল দেওয়ার মতো কোনো আক্রমণ করতে পারেনি। উল্টো ১৮তম মিনিটে গোল পেয়ে যায় অ্যাথলেটিক বিলবাও। ডি-বক্সের ভেতরে বল পেয়ে কোনাকুনি শটে গোলরক্ষককে ফাঁকি দেন রাউল গার্সিয়া। প্রথমার্ধের ৩৮তম মিনিটের মাথায় সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে গোলের জন্য মরিয়া হয়ে উঠে লিগ চ্যাম্পিয়নরা। অবশেষে ৭৩তম মিনিটে জালের দেখা পায় রিয়াল। ডান দিক থেকে সতীর্থের হেডে বাড়ানো বল প্রতিপক্ষের পা ছুঁয়ে গোলমুখে পেয়ে টোকায় জালে জড়ান বেনজেমা।

বাকি সময়ে একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে কোণঠাসা করে ফেলে রিয়াল। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। শেষ পর্যন্ত ২-১ গোল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে অ্যাথলেটিক বিলবাও।

ঢাকাটাইমস/১৫জানুয়ারি/ এমএম

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :