১৮ মিনিটেই ফুল চার্জ হবে ফোন

মাত্র ১৮ মিনিটেই ফুল চার্জ হবে স্মার্টফোন। এমনই প্রযুক্তি উদ্ভাবন করেছে চীনের শাওমি। এজন্য প্রতিষ্ঠানটি ৮০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং টেকনোলজি উদ্ভাবন করেছে। স্মার্টফোনের পাশাপাশি এই প্রযুক্তি দিয়ে ল্যাপটপ ও অন্যান্য গ্যাজেট দ্রুত চার্জ দেয়া যাবে।
শাওমির আপকামিং ফোন মি ১০ আল্ট্রা ও মি ১১ ফোনে ৫০ ওয়াট-এর ফাস্ট চার্জিং ফিচার্স দিচ্ছে। তবে কয়েক মাস পর থেকেই সংস্থাটি ফ্ল্যাগশিপ ফোনের সঙ্গে ৮০ ওয়াট-এর ফাস্ট চার্জিং টেকনোলজি দিতে পারে। ফ্ল্যাগশিপ ফোনগুলোতে ইতিমধ্যে ৮০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং টেকনোলজি টেস্ট করছে সংস্থাটি।
ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ হলেই মাস প্রোডাকশন শুরু হতে পারে বলে জানা যাচ্ছে। ফেব্রুয়ারি মাসে শাওমি মি ১১ প্রো লঞ্চ হওয়ার কথা। তবে সেই ফ্ল্যাগশিপ ফোনে ফাস্ট চার্জিং টেকনোলজি থাকবে কি না এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
গত বছর অক্টোবরে ৮০ ওয়াটের ওয়্যারলেটস চার্জিং টেকনোলজি প্রদর্শন করেছিল শাওমি। এই প্রযুক্তিতে মাত্র ১৮ মিনিটে ফোন ফুল চার্জড হয়ে যাবে। একটি বিশেষ স্ট্যান্ড-এ ফোন রাখতে হবে। কোনও তারের ঝক্কি থাকবে না। ওয়্যারলেস টেকনোলজি ব্যবহার করেই ফোন চার্জ করা যাবে।
(ঢাকাটাইমস/১৫জানুয়ারি/এজেড)
সংবাদটি শেয়ার করুন
বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত
বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ

১৮০ ডিগ্রি বাঁকানো দশম প্রজন্মের ল্যাপটপ আনল ওয়ালটন

আইটেল ‘ভিশন ২’ ফোনের নতুন ভার্সন বাজারে

মটোরোলা ফোনে স্বাধীনতার অফার

‘ফিন্যান্সিয়াল সফটওয়্যারেও বাংলাদেশ দক্ষতার স্বাক্ষর রাখছে’

অ্যানড্রয়েড ১১ আপডেট পাচ্ছে স্যামসাং ট্যাব

শিশুদের জন্য এলো ফিটনেস ব্যান্ড

আর আসবে না আইম্যাক প্রো

পকেটে পুড়ল আইফোন, অ্যাপলের বিরুদ্ধে মামলা

ডেস্কটপ থেকেও ভিডিও কল করা যাবে হোয়াটসঅ্যাপে
