সুইসাইড নোটে ‘স্যরি’ লিখে স্বাস্থ্য সহকারীর আত্মহত্যা

প্রকাশ | ১৫ জানুয়ারি ২০২১, ১৪:২৪

চুয়াডাঙ্গা প্রতিনিধি

সুইসাইড নোট লিখে আত্মহত্যা করেছেন এক স্বাস্থ্য সহকারী। বৃহস্পতিবার রাতে জেলা শহরের সাদেক আলী মল্লিকপাড়ায় এ ঘটনা ঘটে। 

নিহত এএসএম মিরাজুল হাসান তুষার ওই পাড়ার আবেদ হাসানের ছেলে। স্থানীয় ইম্প্যাক্ট মাসুদুল হোম মেমোরিয়াল কমিউনিটি সেন্টারের মেডিকেল অ্যাসিসট্যান্ট হিসেবে তিনি কাজ করতেন।  

পারিবারিক কলহের কারণে তুষার আত্মহত্যা করেছেন বলে ধারণা পুলিশের। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে সিলিংফ্যানে ঝুলন্ত অবস্থায় ছেলের লাশ দেখতে পান মা তরুলতা বিশ্বাস। পরে থানায় জানালে পুলিশ তুষারের ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করে। 

ওই চিঠিতে লেখা- ‘আমি এএসএম মিরাজুল ইসলাম (তুষার) স্বজ্ঞানে-স্বেচ্ছায় নিজের সম্পূর্ণ ইচ্ছায় আত্মহত্যার পথ বেছে নিলাম। এই আত্মহত্যার পেছনে কারো কোনো এক বিন্দু পরিমাণ কোনো দোষ নেই। সরি মা। রাত ১২টা ৪০ মিনিট।’ 

চুয়াডাঙ্গা সর থানার ওসি আবু জিহাদ খান বলেন, পারিবারিক কলহের কারণে তুষার আত্মহত্যা করেছেন। এ বিষয়ে সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

(ঢাকাটাইমস/১৫জানুয়ারি/কেআর)