পেস আক্রমণে টাইগারদের ঘায়েলের পরিকল্পনা ক্যারিবীয়দের

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০২১, ১৮:২১

ওয়েস্ট ইন্ডিজ দলের পেসার কেমার রোচ স্মরণ করিয়ে দিয়েছেন যে, বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে তাদের যে পেস আক্রমণ রয়েছে তা সাকিব-তামিম-মুশফিকদের বিপাকে ফেলতে পারে।

ওয়েস্ট ইন্ডিজ দলের এবারের বাংলাদেশ সফর থেকে জ্যাসন হোল্ডার সহ বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার নাম প্রত্যাহার করে নিয়েছেন। অনেকেই বলছেন, ক্যারিবীয়দের এই দলটি তুলনামূলকভাবে অনভিজ্ঞ। তবুও এই সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলের পেসারদের ভালো করার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন কেমার রোচ।

বাংলাদেশের বিপক্ষে ৮টি টেস্টে ৩৩টি উইকেট নিয়েছেন কেমার রোচ। তিনি বলেছেন, ‘এই সিরিজে আমাদের পেসারদের কিছু করার আছে। আমি, গ্যাব্রিয়েল ও আলজারির। স্পিনারদেরও ভালো সম্ভাবনা রয়েছে। তবে, আমাদের পেসারদের যে সক্ষমতা আছে তা যদি মাঠে বাস্তবায়ন করতে পারি তাহলে দলের জন্য ভালো হবে। আমরা বোলিং কোচের সঙ্গে কথা বলেছি। ভালো পরিকল্পনা করছি। আমরা সিরিজে ভালো করার জন্য মুখিয়ে আছি।’

২০০৯ সালে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের মাধ্যমেই টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে কেমার রোচের। বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের জন্য তিনি হুমকি।

কেমার রোচ বলেছেন, ‘আমি বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে এবং টেস্ট উভয় ফরম্যাটেই খেলেছি। মানসিকভাবে তারা (বাংলাদেশ দল) শক্ত দল। তারা ম্যাচে ভালো করতে খুব চেষ্টা করে। মাঠে আমাদেরকে পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে, নিজেদের উপর বিশ্বাস রাখতে হবে, মনোযোগ ধরে রাখতে হবে। তাহলে ভালো কিছুই হবে বলে আশা করি।’

আগামী ২০ জানুয়ারি ওয়ানডে ম্যাচের মাধ্যমে শুরু হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ। এই সিরিজে মোট ৩টি ওয়ানডে ও দুইটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে।

(ঢাকাটাইমস/১৫ জানুয়ারি/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :