শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩০

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
 | প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০২১, ১৯:১৯

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে মহিলাসহ ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে ও বিকালে উপজেলার বাদাঘাট ইউনিয়নের ধরুন গ্রামের মলাই মিয়া ও হামিদ মিয়ার লোকেদের মধ্যে দুই দফা সংঘর্ষ হয়।

এতে আহত হয়েছেন- সাহারা বেগম, জুলেহা বিবি, সেলিনা বেগম, ফরিদ মিয়া, দুলাল মিয়া, মানিক মিয়া, সামিদ মিয়া, আবু বক্কর, বোরহান মিয়াসহ ৩০ জন। তাদের উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া তিন নারীসহ গুরুত্বর আহত চারজনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, দুপুরে ধরুন গ্রামের হামিদ মিয়ার ছেলে নজির হোসেনে সঙ্গে মনিকের ছেলে মামুন খেলা নিয়ে কথা কাটাকাটি হয়। এক প্রর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। এর জের ধরে মলায় মিয়া ও হামিদ মিয়ার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পক্ষের লোকজন অন্য পক্ষের বাড়ি হামলা চালায়। ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে উভয়পক্ষের নারীসহ ৩০ জন আহত হয়েছেন।

খবর পেয়ে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহমুদুল হাসান ও এএসআই রাজু বিশ্বাসের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় এলাকাবাসী জানান, এই ঘটনার ছাড়াও গত বছর আশুরার জারি ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মলায় মিয়া ও হামিদ মিয়ার মধ্যে বিরোধ চলছিল।

পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহমুদুল হাসান সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

(ঢাকাটাইমস/১৫জানুয়ারি/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :