বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিততে চাই: জেসন

প্রকাশ | ১৫ জানুয়ারি ২০২১, ২০:০২

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক জেসন মোহাম্মদ বলেছেন, অধিনায়ক হিসেবে তিনি উদারহরণ সৃষ্টি করতে চান এবং বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিততে চান। কোভিড ১৯ ও ব্যক্তিগত কারণে ওয়ানডে অধিনায়ক কাইরন পোলার্ড ও টেস্ট অধিনায়ক জেসন হোল্ডারসহ শীর্ষ ১২ খেলোয়াড় ছাড়াই বাংলাদেশ সফরে এসেছে ওয়েস্ট ইন্ডিজ দল।

কেবল ভালোভাবে দলের নেতৃত্বই নয়, পুনরায় সেরা একাদশে নিজের স্থানও পাকা করতে চান জেসন। তিনি বলেন, ‘দুই বছর যাবৎ আমি দলের বাইরে ছিলাম। দলের অধিনায়ক হিসেবে আমার একটা ভুমিকা থাকবে। তবে ব্যক্তিগতভাবে আমি এ চ্যালেঞ্জের জন্য মুখিয়ে আছি। ভালো একটা সিরিজ খেলা এবং পূর্ণ শক্তির দলে নিজের অবস্থান পোক্ত করতে এটা আমার জন্য একটা ভালো সুযোগ। যাতে সত্যিই আমি পুনরায় দলে ফিরতে পারি।’

তিনি আরো বলেন, ‘অন্যান্য দলের নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা আমার রয়েছে। তবে এবার অবশ্যই বড় পর্যায়ে এবং এমন কিছুর জন্য আমি মুখিয়ে আছি।’

বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ পাঁচ ওয়ানডের একটিতেও জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের বিপক্ষে ২০১৮ সালে সর্বশেষ জয় পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচের সিরিজটি ২-১ ব্যবধানে জিতেছিল টাইগাররা।

এ বিষয়ে জেসন মোহাম্মদ বলেন, ‘গত দুইবার তারা আমাদের চেয়ে ভালো করেছে। আমরা একটা তারুণ্য নির্ভর দল। ধারাবাহিকভাবে ১০০ ওভার ভালো ক্রিকেট খেলতে পারলে ম্যাচ জেতা আমাদের পক্ষে সম্ভব। মূল বিষয় হবে ধারাবাহিকতা এবং আমাদের দক্ষতা ভালভাবে বাস্তবায়ন করা।’

ওয়েস্ট ইন্ডিজকে দলকে উদ্বুদ্ধ করতে খোলা চিঠি দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ক্লাইভ লয়েড। নিজেদেরকে দ্বিতীয় সারির খেলোয়াড় না ভেবে, নিজেদের যোগ্যতা প্রমাণের প্রতি জোর দিতে দলের খেলোয়াড়দের পরামর্শ দিয়েছেন তিনি।

লয়েডের চিঠির ব্যাপারে জেসন বলেন, ‘এটি আমাদের একজন গ্রেটের পক্ষ থেকে এসেছে। অবশ্যই, এমন ধরনের উৎসাহী কথা আপনি শুনতে চান। চারদিকে, অনেক নেতিবাচক কথাবার্তা চলছে। যখন আপনি ক্লাইভ লয়েডের মত ব্যক্তির কাছ থেকে এমন কথা শুনতে পান, এর মানে, তিনি অনেক বেশি বিশ্বাস রাখেন।’

(ঢাকাটাইমস/১৫ জানুয়ারি/এসইউএল)