জয়পুরহাটে জব্দ ইলিশ গেল এতিমখানায়

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০২১, ২০:২৬

জয়পুরহাটের পাঁচবিবির কয়া সীমান্ত এলাকা থেকে ভারতে পাচারকালে ৭৫ কেজি ইলিশ মাছ জব্দ করেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। পরে জব্দ ইলিশগুলো উপজেলার বিভিন্ন এলাকার তিনটি এতিমখানার শিশুদের মাঝে বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকালে মাছগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে ২০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস হাসান টিটো বলেন, বাংলাদেশ থেকে ২০ কেজি ইলিশ মাছ চোরায় পথে ভারতে পাচার হচ্ছে। এমন গোপন সংবাদে কয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ইলিশ মাছগুলো উদ্ধার করা হয়। তবে বিজিবির অভিযানের আগে পাচারকারীরা কৌশলে পালিয়ে যায়। পরে মাছগুলো এতিমখানার শিশুদের মাঝে বিতরণ করা হয়।

এসময় কয়া ক্যাম্পের আলমগীর হোসেনসহ বিজিবির সদস্য ও এতিমখানার শিক্ষকরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৫জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :