নতুন বছরে মহাব্যস্ত নুসরাত ফারিয়া

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ জানুয়ারি ২০২১, ২০:৪৪ | প্রকাশিত : ১৬ জানুয়ারি ২০২১, ০৯:৩৫

দেশের জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। পরিশ্রম, মেধা ও অভিনয় দিয়ে তিনি এগিয়ে চলেছেন দুর্বার গতিতে। কাজ করেছেন কলকাতার ছবিতেও। যার ফলে এপার-ওপার দুই বাংলায়ই তিনি বেশ পরিচিত মুখ। এই নায়িকার আরও একটি বড় গুণ, তিনি গানেও পারদর্শী। ইতোমধ্যে দুটি মিউজিক ভিডিও বের করেছেন তিনি। দুটিতেই পেয়েছেন আশানুরূপ সাড়া।

তবে গত বছরটা করোনার কারণে একেবারেই পানসে কেটেছে নুসরাত ফারিয়ার। একে তো কয়েক মাস কাজ বন্ধ ছিল, তারপর আবার মরণ ভাইরাস করোনা থাবা বসিয়েছিল তার শরীরেও। করোনাকে জয় করে সম্প্রতি তিনি কাজেও ফিরেছেন। এই মুহূর্তে তার হাতে রয়েছে বেশ কয়েকটি প্রজেক্ট। তাই ফারিয়া আশা করছেন, নতুন এ বছরটা তার ব্যস্ততার মধ্য দিয়েই যাবে।

অভিনেত্রীর কথায়, ‘বছরটি বেশ ব্যস্ততার মধ্য দিয়ে যাবে। ছয়টি সিনেমা ও একটি ওয়েব ফিল্মের কাজ হাতে রয়েছে। আরও কিছু কাজের ব্যাপারে কথাবার্তা চলছে। হাতে থাকা কাজগুলো হচ্ছে- ‘অপারেশন সুন্দরবন’, ‘ঢাকা ২০৪০’, ‘ভয়’, ‘পাতালঘর’, ‘বিবাহ অভিযান টু’, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক এবং ওয়েব ফিল্ম ‘যদি কিন্তু তবুও’।

এর মধ্যে ওয়েব ফিল্মটির শুটিংয়ে বর্তমানে আউটডোরে রয়েছেন নুসরাত ফারিয়া। গত ১১ জানুয়ারি থেকে শুরু হয়েছে এটির শুটিং। অভিনেত্রী জানান, ওয়েব ফিল্মটির শুটিং শেষ হলে তিনি দুবাই যাবেন। সেখান থেকে দেশে ফিরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকের শুটিংয়ের জন্য আবার তিনি ভারত যাবেন।

ওয়েব সিরিজে কাজ প্রসঙ্গে ফারিয়া বলেন, ‘আমি এমনিতেই সিনেমা নিয়ে ব্যস্ত থাকি। তাছাড়া গল্প নির্ধারণের বিষয়েও একটু খুঁতখুঁতে। তাই ওয়েবের কাজ একটু কম করা হচ্ছে। তবে গল্প পছন্দ হলে অবশ্যই কাজ করি। আমাদের দেশে এখন ওটিটি প্ল্যাটফর্মের জন্য বেশ ভালো কাজ হচ্ছে। তাই আশা করা যায়, দেশে ওটিটির ভবিষ্যৎ ভালো।’

প্রসঙ্গত, ফারিয়ার হাতে থাকা কাজগুলোর মধ্যে ‘বিবাহ অভিযান টু’ হচ্ছে সম্পূর্ণ কলকাতার ছবি। এখানে তিনি অভিনয় করবেন ওপার বাংলার সুপারস্টার অঙ্কুশ হাজরার বিপরীতে। ছবিটির প্রথম পার্টে মূল ভূমিকায় এই জুটিই ছিলেন। ২০১৫ সালে এই অঙ্কুশের বিপরীতেই ‘আশিকী’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল ফারিয়ার।

ঢাকাটাইমস/১৬ জানুয়ারি/এলএম/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :