গিনি সরকারের পদত্যাগ

প্রকাশ | ১৬ জানুয়ারি ২০২১, ১০:২০

আন্তর্জাতিক ডেস্ক

পদত্যাগ করেছে পশ্চিম আফ্রিকার উপকূলীয় দেশ গিনির সরকার। দেশটির প্রেসিডেন্ট আলফা কনডির কাছে শুক্রবার পদত্যাগ পত্র জমা দিয়েছে সরকার। প্রেসিডেন্টের কার্যালয় এই তথ্য জানিয়েছে।

আনাদুলু এজেন্সির খবরে বলা হয়েছে, গিনির প্রধানমন্ত্রী ইব্রাহিমা কাসোরি ফোফানা এবং তার মন্ত্রিসভার সব সদস্য শুক্রবার পদত্যাগ করেছেন। এরই মধ্যে তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন।

এখন দেশটিতে নতুন মন্ত্রিসভা গঠিত হবে। দেশটিতে আগামী মার্চে সংসদীয় নির্বাচন এবং অক্টোবরে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠি হয়।

ঢাকা টাইমস/১৬জানুয়ারি/একে