প্রথমবার একসঙ্গে জয়-মৌ

প্রকাশ | ১৬ জানুয়ারি ২০২১, ১৪:৪৩

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস

নতুন বছরে নতুন সিনেমার খবর দিলেন চিত্রনায়ক জয় চৌধুরী। সঙ্গে আছেন চিত্রনায়িকা মৌ খান। প্রথমবার জুটি হলেন তারা। সিনেমার নাম ‘মানুষ কেন অমানুষ’। মনোয়ার হোসেন ডিপজলের প্রযোজনা প্রতিষ্ঠান অমি বনি কথাচিত্রের ব্যাোরে ছবিটি পরিচালনা করবেন মনতাজুর রহমান আকবর।

শুক্রবার থেকে সাভারে ডিপজলের বাড়ি সিনেমাটির দৃশ্যধারণ শুরু হয়েছে। টানা শুটিংয়ের শেষ হবে সিনেমার কাজ। চলতি বছরই ছবিটি মুক্তির কথা ভাবছেন নির্মাতা। এ ছবি দিয়ে দিয়ে দীর্ঘদিন পর শুটিংয়ে ফিরলেন ডিপজলও। ছবির অন্যতম গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে তাকে।

‘মানুষ কেন অমানুষ’-এর বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন বড়দা মিঠু, রাশেদা চৌধুরী, জ্যাকি আলমগীর, কিরন কুমার। ছবিতে বিজয় চরিত্রে জয় চৌধুরী ও মায়া চরিত্রে মৌ খান অভিনয় করছেন।

নতুন ছবি প্রসঙ্গে জয় চৌধুরী বলেন, ‘নতুন বছর নতুন ছবি দিয়ে শুরু করেছি। করোনার কারণে গত বছর আমরা অনেক পিছিয়ে গেছি। করোনায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে চলচ্চিত্রের। অতীতের সব কষ্ট ভুলে নতুন বছরে নতুন ছবি দিয়ে শুরু করলাম। বিগ বাজেটে ছবিটি নির্মিত হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘এটা সামাজিক অ্যাকশনধর্মী ছবি। এতে শহর ও মফস্বলের সমকালীন কিছু সত্য ঘটনা তুলে ধরা হবে। এখানে আমার চরিত্রটি শহুরে বিজনেস ম্যাগনেটের, যার সঙ্গে দ্বন্দ্ব হয় মফস্বলের প্রভাবশালী এক মাস্তানের। ওই চরিত্রটি করছেন ডিপজল চাচ্চু। দর্শক তাদের প্রত্যাশা অনুযায়ী একটি সিনেমা পেতে যাচ্ছে।’

ছবিটি নিয়ে আশাবাদী চিত্রনায়িকা মৌ খানও। তিনি বলেন, ‘নতুন বছরে দর্শকের জন্য নতুন কিছু নিয়ে আসছি। কাজটি করে বেশ ভালো লাগছে। জয়ের সঙ্গে প্রথমবার। সব কিছু ঠিক থাকলে চলতি বছরই আমাদের জুটির রসায়ন দর্শক বড় পর্দায় দেখতে পারবেন। এ ছবির মাধ্যমে দর্শক আবারও হলমুখী হবে বলে আশা করি।’

এদিকে, সম্প্রতি পরিচালক মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘আয়না’ ছবির কাজ শেষ করেছেন চিত্রনায়ক জয় চৌধুরী। এই ছবিতে তার সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়িকা আঁচল। অন্যদিকে মৌ অভিনীত মুক্তির অপেক্ষায় ‘বান্ধব’ নামে একটি সিনেমা।

ঢাকাটাইমস/১৬জানুয়ারি/এলএম/এএইচ