শিগগিরই নারী বিচারক নিয়োগ দিতে যাচ্ছে সৌদি আরব

প্রকাশ | ১৬ জানুয়ারি ২০২১, ১৬:৫৫

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

সৌদি আরব আদালতে শিগগিরই নারীদের বিচারক হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে।  সৌদির এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে  আরব নিউজ জানিয়েছে, গত কয়েক বছর ধরে সমাজ সংস্কারের অংশ হিসেবে সৌদি কর্তৃপক্ষ  এমন সিদ্ধান্ত বাস্তবায়ন করতে যাচ্ছে। 

 

এ প্রসঙ্গে সৌদির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের নারীর ক্ষমতায়ন বিষয়ক আন্ডারসেক্রেটারি হিন্দ আল-জাহিদ বলেন, সৌদি নারীরা খুব তাড়াতাড়ি বিচারকের আসনে বসতে যাচ্ছে।  এর জন্য কয়েকটি পর্যায়ে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 

 

আল আরাবিয়ার কাছে এক সাক্ষাতকারে আল জাহিদ নারীর ক্ষমতায়নের বিষয়ে সৌদি সরকারের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন। উদাহরণ হিসেবে তিনি বিভিন্ন ক্ষেত্রে নারীদের অংশগ্রহণের সুযোগ সৃষ্টির কথা বলেন।  আন্তর্জাতিক স্বীকৃতি সৌদি আরবের নারী অধিকারের অগ্রগতি প্রমাণ করে উল্লেখ করে তিনি বলেন, দেশের শ্রম বাজারে নারীর অংশগ্রহণ প্রত্যাশার চেয়ে বেশি হয়েছে।

 

শ্রমবাজারে নারীদের অংশগ্রহণের হার বর্তমানে ৩১ শতাংশ উল্লেখ করে  আল জাহিদ বলেন, এটা অনেক বড় অগ্রগতি। সিভিল সার্ভিস সেক্টরে নারীদের অংশগ্রহণের হার ৩৯ শতাংশ থেকে ৪১ শতাংশে বৃদ্ধি পেয়েছে।

 

ঢাকাটাইমস/১৬জানুয়ারি/কেআই