এপ্রিলে হবে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ জানুয়ারি ২০২১, ১৭:২৮

রাজধানী ও বিভাগীয় শহরে আগামী ১-১০ এপ্রিল অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নির্বাহী কমিটির সভায় শনিবার এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এই আসরটি অনুষ্ঠিত হবে। মূলত গত এপ্রিলে এটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে তা স্থগিত হয়ে যায়।

পরবর্তীতে বিওএ কর্তৃপক্ষ জানিয়েছিল যে, আসরটি আগামী ফেব্রুয়ারিতে ছোট পরিসরে অনুষ্ঠিত হবে। কিন্তু সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী এটি বড় পরিসরে এপ্রিলে অনুষ্ঠিত হবে। আসরে অ্যাথলেট ও কর্মকর্তা মিলিয়ে প্রায় ৮ হাজার ৫০০ জনের অংশগ্রহণ থাকবে।

সভায় আরো সিদ্ধান্ত নেয়া হয় যে, ১৯তম এশিয়ান গেমসে বাংলাদেশ থেকে ফুটবল ও ক্রিকেটসহ ১৭ ডিসিপ্লিনে প্রতিযোগী পাঠানো হবে। চীনের হ্যাংঝুতে আগামী সেপ্টেম্বরে এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে।

আগামী সেপ্টেম্বরে তুরস্কে ইসলামিক সলিডারিটি গেমস অনুষ্ঠিত হবে। এই আসরে ১৩ ডিসিপ্লিনে অ্যাথলেট পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিওএ। সভায় সভাপতিত্ব করেন বিওএ’র প্রেসিডেন্ট জেনারেল আজিজ আহমেদ।

(ঢাকাটাইমস/১৬ জানুয়ারি/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :