ভালোই জবাব দিচ্ছে শ্রীলঙ্কা

প্রকাশ | ১৬ জানুয়ারি ২০২১, ১৮:১৬

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

জো রুটের ডাবল সেঞ্চুরিতে বড় স্কোর গড়েছে ইংল্যান্ড। তারপর ভালোই জবাব দিচ্ছে স্বাগতিক শ্রীলঙ্কা। শনিবার গল টেস্টের তৃতীয় দিন শ্রীলঙ্কা তাদের দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নেমে ২ উইকেটে ১৫৬ রান সংগ্রহ করে দিনের খেলা শেষ করেছে।

দিন শেষে শ্রীলঙ্কা ১৩০ রান পিছিয়ে রয়েছে। ৭৬ রান করে অপরাজিত আছেন ওপেনার লাহিরু থিরিমান্নে। ৬২ রান করে আউট হন অপর ওপেনার কুসল পেরেরা। ওপেনিংয়ে দুজনে ১০১ রানের জুটি গড়েন।

ম্যাচের প্রথম দিন টস জিতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। ১৩৫ রানে অলআউট হয় তারা। পরে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসের ব্যাট করতে নেমে ৪২১ রান করে অলআউট হয়। অর্থাৎ, প্রথম ইনিংস শেষে ২৮৬ রানের লিডে থাকে ইংলিশরা।

ইংলিশ অধিনায়ক জো রুট ডাবল সেঞ্চুরি করেন। ২২৮ রান করে আউট হন তিনি। ৭৩ রান করেন ড্যান লরেন্স। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে দিলরুয়ান পেরেরা ৪টি, আসিথা ফার্নান্দো ২টি ও লাসিথ এম্বালডেনিয়া ৩টি করে উইকেট নেন।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে এই সিরিজে ২টি টেস্ট ম্যাচ খেলবে শ্রীলঙ্কা ও ইংল্যান্ড।

(ঢাকাটাইমস/১৬ ডিসেম্বর/এসইউএল)