আয় বেড়েছে নিউ লাইনের

প্রকাশ | ১৬ জানুয়ারি ২০২১, ১৯:৫৯

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি নিউ লাইন ক্লোথিংস  লিমিটেড দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর ২০-ডিসেম্বর ২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর ২০-ডিসেম্বর ২০ কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৪৭ পয়সা। গত বছরের তুলোনায় কোম্পানিটির আয় বেড়েছে এক পয়সা।

এদিকে ছয় মাসে  (জুলাই’২০-ডিসেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৮৯ পয়সা। ছয় মাসে কোম্পানিটির আয় বেড়েছে ২ পয়সা।

একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভি) হয়েছে  ২৪ টাকা ৭৭ পয়সা।

(ঢাকাটাইমস/১৬জানুয়ারি/এসআই/জেবি)